বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:১০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলায় বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ লক্ষ ৪১হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
৭ নভেম্বর দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে চুনতি ভূমি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস, লোহাগাড়া থানার এসআই আলমগীর, পুটিবিলা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মুুহাম্মদ পেয়ার মিয়াসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল বালু খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত করে চুনতির জামতল এলাকা থেকে ২০হাজার ঘনফুট বালু, কিল্লা ঘ্রনা বাজারের উত্তর পাশ এলাকা থেকে ৩০হাজার ঘনফুট, গোড়ার চর, ফারেংগা খালের মুখ এলাকা থেকে ২০হাজার ঘনফুট, পেক্কাছড়ি ব্রীজের পাশ ৪০হাজার ঘনফুট, পানত্রিশা উত্তর পাড়া এলাকা থেকে ৩০হাজার ঘনফুট, পুটিবিলা সড়াইয়া এলাকা থেকে ১হাজার ঘনফুট বালু সহ মোট ১লক্ষ ৪১হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনেরর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।