বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ৭:৪৩ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট রোডস্থ এলাকায় একটি নতুন বিল্ডিং এর কাজ করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত শ্রমিকের নাম মাহমুদুল করিম (৪৫)।সে কক্সবাজার খুনাকালি ২নং ওয়ার্ডের শফিউল আলমের পুত্র।

১৯ জুন(সোমবার) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়,ঘটনার দিন সকাল থেকে শ্রমিক মাহমুদুল করিম ওই এলাকায় একটি বিল্ডিং এর কাজ করছিল। ভবনের নিজ তলায় বেইজ ঢালাই এর কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহেল চৌধুরী মুঠোফোনে জানান, মাহমুদুল করিম নামে এক শ্রমিককে দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালে নিয়ে আসে। এর পুর্বে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার এসআই সত্যজিৎ ভৌমিক।

তিনি জানান,নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন