রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৩৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২০টি মামলায় মোট ১৭হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান,জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় ২ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ২০টি মামলায় মোট ১৭হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।