বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:০০ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ইসলামিয়া পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।১৬ জানুয়ারী সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টায় উক্ত দূর্ঘটনাটি ঘটেছে।নিহতের নাম দিদারুল আলম (৩২)। তিনি উল্লেখিত পাড়ার মৃত ফৌজুল কবিরের পুত্র।চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার দিন দিদারুল আলম বাড়ির কাজ করার সময় বিদ্যুৎ এর তারের সাথে লেগে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে বটতলী মোটর ষ্টেশনস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম মুঠো ফোনে দেশবাংলাকে জানান, এ ব্যাপারে কেউ থানাকে অবগত করেন নি।