বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:০০ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিআরডিবির অফিস ও ভবন পরিদর্শনে এসেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)`র মহা-পরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু।
১৪ অক্টোবর দুপুরে কক্সবাজার যাওয়ার পথে আকস্মিক পরিদর্শন করেন তিনি।পরিদর্শশনে লোহাগাড়ায় আগমন করলে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির পক্ষ থেকে মহা-পরিচালক কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, বিআরডিবির যুগ্ন পরিচালক এবিএসএম রফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মোঃ মোরশেদ আলম, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের প্রকল্প কর্মকর্তা(উজ্জীবন) কানিজ ফাতেমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।
বিআরডিবির মহা-পরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু লোহাগাড়া উপজেলা বিআরডিবির অফিস পরিদর্শন করেন এবং ভবনের বিভিন্ন কক্ষে ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি সন্তুষ্টি প্রকাশ করে খুশী হয়ে নতুন একটি প্রকল্প পল্লী প্রগতির জন্য বরাদ্দের আশ্বাস দেন।