বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৩২ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাল বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আরফাত জানান, এ দূর্ঘটনায় ট্রাক চালক মোঃ রায়হান (২৭) গুরতর আহত হয়েছেন। তার বাড়ি চকরিয়া উপজেলার কাকারা এলাকায় ।
তবে প্রত্যক্ষদর্শীরা দাবী করছেন এ সংঘর্ষে ৮ জন গুরতর আহত হয়েছেন। আহত অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। গুরতর আহত ট্রাক চালককে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও দোহাজারী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরমুখী মালবোঝাই ট্রাক (চট্টমেট্রো-ড-১১-০৩৮৮) ও বিপরীতমুখী শ্যামলী পরিবহনের দূরপাল্লার যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২১৫৮) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি বর্তমানে দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।