বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৫৩ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান ইসলাম মিয়ার বাড়ীর সামনে এলাকায় কক্সবাজারমুখী শাহ আলী পরিবহন(এসি বাস) ও প্যারাগন ট্রান্সপোর্টের ট্রাক যাহার গাড়ি চট্টমেট্টো-ট ১১-৯১১০ মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে।
নিহতের নাম মফিজ।তার বাড়ি ভোলা চরফ্যাশন এলাকায়। ট্রাকের ড্রাইভারও গুরুত্বর আহত বলে জানান গেছে।
১০ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিঠার দোকান ইসলাম মিয়ার বাড়ীর সামনে কক্সবাজারমুখী এসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ট্রাক হেলপার মারা যান।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ হোসেনের নেতৃত্বে একটি টিম এবং লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোঃ এরফান জানান, এসি বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক হেলপার মারা যান। খবর পেয়ে এসআই মোঃ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থলে পাঠিয়েছি। বাস-ট্রাক দোহাজারী থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।
লবণের পানির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এসব দুর্ঘটনা প্রতিনিয়নত ঘটে যাচ্ছে বলে সচেতন মহলরা জানিয়েছেন।