বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৩৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে এলাকায় শ্যামলী পরিবহনের ধাক্কায় একজন নিহত এবং অপরজন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
নিহতের নাম মোঃ জিসান(১৬)। সে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার কৃষক সরওয়ারের পুত্র এবং অাহত কফিল(১৯) একই ইউনিয়নের ধলিবিলা এলাকার বাসিন্দা।
১৮ ফেব্রুয়ারি শনিবার পৌনে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, জিসান ও কপিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাহাদুর রাইচ মিলের পার্শ্বে একটি গ্যারেজে মেকানিকের কাজ করে। বার আউলিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকা হতে তারা দুজন মোটর সাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি যাওয়ার পথে শ্যামলী পরিবহন পেছন দিয়ে জোরেশোরে ধাক্কা দিলে দুজনে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে জিসান প্রান হারায়। মোটর সাইকেল আরোহী আহত কফিল কে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করে।
নিহত জিসানের চাচাত ভাই আবদুর রহিম জানান,জিসান আমাদের এলাকার ছোট ভাই। সে গ্যারেজে কাজ করত। কাজ সেরে মোটর সাইকেল নিয়ে জিসান ও কপিল বাড়ির উদ্দেশে রওনা নেয়। বাড়ি ফেরার পথে মোটর সাইকেলে পিছনে বাস ধাক্কা দিলে দু`জনে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে আমাদের ছোট ভাই জিসান প্রান হারায়। কফিল গুরুত্বর আহত হয়ে চমেকে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।
জিসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।