রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মহিলা নিহত

প্রকাশিত : ২:১২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার চুনতি হাজির রাস্তার মাথাস্থ এলাকায় এস আলম পরিবহনের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছে।

নিহত মহিলার নাম মনোয়ারা বেগম(৪৫)। সে উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ হাজির পাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী এবং সে ৪সন্তানের জনক।

২৫ জুন শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মনোয়ারা বেগমের বড় মেয়ে সাদিয়া আমিরাবাদ মাস্টার হাটস্থ তার খালার বাড়ীতে অভিমান করে চলে যায়। সে তার মেয়েকে বোনের বাড়ী থেকে আনতে বাড়ী থেকে রওনা দেয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজির রাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী এসআলম পরিবহন জোরেশোরে ধাক্কা দিলে মনোয়ারা বেগম ছিটকে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জসিম উদ্দিন জানান, তার বড় মেয়ে সাদিয়া তার খালাম্বার বাড়ীতে অভিমান করে চলে গেছে। আমার মেয়েকে আমিরাবাদ মাস্টার হাটস্থ খালার বাড়ীতে আমার স্ত্রী নিয়ে আসতে ঘর থেকে বের হয়। চুনতি হাজির রাস্তায় রাস্তা পার হওয়ার সময় এসআলম পরিবহন আমার স্ত্রীকে জোরেশোরে ধাক্কা দিলে সে নিহত হন।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন ।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমেদ জানান, এ ঘটনার খবর পেয়ে এসআই সুমন রহমানকে ঘটনাস্থলে পাঠিয়েছি। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘাতক বাসটি থানার হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন