সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১০:৪৮ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ৯নং ওয়ার্ডের চাকফিরানী দেওয়ান পাড়া এলাকায় সোমবার (১৭ জানুয়ারী) দুপুরে বাল্যবিবাহ নীরোধ ও করোনাকালীন সচেতনতা নিয়ে গ্রামীণ মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান হাবিব জিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বড়হাতিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক এবং উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। উ
উপজেলা তথ্য কর্মকর্তা সুমাইয়া আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যদের বক্তব্য রাখেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের প্রভাষক জেয়াছমিন আক্তার, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া, স্থানীয় নব- নির্বাচিত ইউপি মেম্বার মোহাম্মদ ওসমান , নারী নেতৃত্ববৃন্দ এবং তথ্য আপা প্রকল্পের সহকর্মীবৃন্দ। উঠান বৈঠকে এলাকার প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী মহিলা উপস্থিত ছিলেন।