রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় বর্ণাট্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত : ১:৪২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

“টেকশই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগন্য“ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাট্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৮মার্চ সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপার ভাইজার মুহাম্মদ দিদারুল আলম।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আরব আলী চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম,মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাকসহ ২শতাধিক নারী-পুরুষ উপস্হিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন,নারী পিছিয়ে থাকলে মানবকল্যাণ কখনও সম্ভব নয়। তাই নারীর কল্যাণ ও অগ্রগতির মধ্য দিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের নারীদের কল্যাণে এবং নারীদের ক্ষমতায়নে, নারীদের সাংবিধানিক অধিকার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীরা পিছিয়ে থাকবে না। নারীরা এখন অনেক এগিয়ে।

আরো পড়ুন