বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৩৬ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় টেকসই বন জীবিকা সুফল প্রকল্পের আওতায় বন নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়নের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।১৮ জানুয়ারি (বুধবার) বিকেলে সুফল প্রকল্পের(জীবিকা উন্নয়ন তহবিলের) আওতায় পদুয়া রেন্জাধীন টংকাবতী বন বিটের পহরচান্দা ,হরিনা,চরম্বা ৩টি বন সংরক্ষণ গ্রামের ১৫০ জন উপকারভোগীদের মাঝে ২৫হাজার ২০০টাকা করে মোট সাইত্রিশ লাখ আশি হাজার টাকার চেক বিতরন করা হয়।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণের পদুয়া সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন,টংকাবতী বিট অফিসার জান্নাতুল নাঈম জিয়ন,চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আছহাব উদ্দিন, কলাউজান ইউপি মেম্বার মোঃ আইয়ুব,চরম্বা ইউপি মেম্বার সৈয়দ হোসেনসহ জনপ্রতিনিধি এবং বিটের স্টাফবৃন্দরা।