বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় বন্যায় পানির স্রোতে নিঁখোজ জারিফের লাশ উদ্ধার!

প্রকাশিত : ৫:৪৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শিক্ষার্থীর নাম জুনায়েদুল ইসলাম জারিফ (২২)। তিনি ওই এলাকার জুলফিকার আলী ভুট্টুর পুত্র এবং বিজিসি ট্রাস্ট বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র।

৮আগস্ট বেলা ৩টার দিকে উপজেলার আমিরাবাদের জনকল্যাণ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গতকাল দিবাগত রাত ২টার দিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় মা-বাবাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য বের হয়েছিল তাদের পুত্র জারিফ। এ সময় পথিমধ্যে বন্যার পানির তীব্র স্রোতে তলিয়ে যায় তিনি।তার নিখোঁজের খবর পেয়ে স্থানীয় এলাকার লোকজন নিখোঁজের পর থেকে তাকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করেন। ৮ আগস্ট মঙ্গলবার বেলা ৩টার দিকে বিলের মাঝে গাছের শিকড়ের সাথে লেগে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন