বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:২২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বন্যার পানির স্রোতে নিখোঁজ কৃষকের লাশ পাওয়া গেছে। ১০ আগস্ট সকাল ১০টার দিকে চিববাড়ি আজিজ মেম্বারের ব্রিকফিলের পাশে তার লাশটি পাওয়া গেছে।লাশটি পচে গলে যাওয়ার কারণে দ্রুত দাফন কাজ সম্পন্ন হয়েছে।
নিহত আবদুল মাবুধ পদুয়া ইউনিয়নের চট্টলা পাড়ার বাসিন্দা মৃত রহিম বকসুর পুত্র আবদুল মাবুধ(৫০) নামে এক কৃষকের লাশ পাওয়া গেছে।
একই দিন দুপুর ১টার দিকে নিহত কৃষক আবদুল মাবুধের বাড়িতে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(রুঃদাঃ) মোহাম্মদ শাহজাহান ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম।
এসময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(রুঃদাঃ) মোহাম্মদ শাহজাহান জানান, বন্যার স্রোতে নিখোঁজ কৃষক আবদুল মাবুধের লাশ উদ্ধারের খবর পেয়ে তাদের বাড়িতে পরিদর্শন করি। ক্ষতিগ্রস্থ পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে নগদ টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত দু`দিন পুর্বে বন্যার পানির স্রোতে কৃষক আবদুল মাবুধের বাড়ি যখন ভেঙ্গে যাচ্ছিল তখন তিনি পদুয়া বাজারে ছিল। তার পরিবারের সদস্যরা তাকে জানালে পদুয়া চুনতি পাড়া সড়ক দিয়ে যাওয়ার পথে বন্যর পানির তীব্র স্রোতে নিঁখোজ হয়ে যায়।