মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় বন্যকবলিত এলাকার মানুষ নিরাপদ স্থানে, শুকনো খাবার বিতরণ

প্রকাশিত : ২:৩৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 গত কয়েকদিনের টানা বর্ষণে উষান থেকে নেমে আসা পানি নিম্নাঞ্চলগুলোতে প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দিতে রয়েছে। বিশেষ করে পদুয়া,আমিরাবাদ, আধুনগরের বিভিন্ন এলাকায় পানি বন্দিতে রয়েছে সাধারণ মানুষ। এসব এলাকার মানুষ বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে এলাকার মানুষদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ করে পদুয়ায় বন্যকবলিত সৃষ্টি হওয়ার কারণে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে অনেক মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে।

৭ অাগস্ট রাত সাড়ে ১০টার দিকে পদুয়া এসিএম কেন্দ্র পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(রুঃদাঃ) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া ও লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম। নিরাপদ স্থানে অবস্থানরত বন্যায় দুর্গতের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন