বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান

প্রকাশিত : ৯:৪২ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান লোহাগাড়া সদর ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপণী(পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

১২ নভেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক মাস্টার দেব প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জঙ্গল পদুয়া গ্রামের কৃতি সন্তান, তারুণ্যের অহংকার মোহাম্মদ শোয়াইবুল হক সিকদার, সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক একেএম পারভেজ, বিদ্যালয়ের সহকারী শিখা দাশ, লায়লা বিলকিস, ছাত্রলীগ নেতা রাশেদ প্রমুখ।

বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা পরীক্ষার জন্য অনেক বেশী করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে সময়ের প্রতি খেয়াল রেখে প্রতিটি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে লিখতে হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে নিজের শরীরকে যত্ন ও সুস্ত রাখতে হবে। এ জন্য নিয়মমাফিক পড়ালেখা, খাওয়া দাওয়া ঘুমের প্রতি অনেক বেশী যত্নশীল হতে হবে।

অনুষ্টান শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র,শিক্ষা উপকরণ ও গিফট সামগ্রী বিতরণ করেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।

আরো পড়ুন