বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিতরণ

প্রকাশিত : ১:৩৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

আসন্ন রমজান উপলক্ষে ঢাকাসহ সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এবং আধুনগর ইউনিয়নে
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে “টিসিবি কার্ডধারী” ৫০০ করে ২টি ইউনিয়নে মোট ১হাজার  নিম্ম আয়ের পরিবারের মাঝে ন্যায্য/ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

২০ মার্চ সকালে ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক(এল.এ) মুহাম্মদ মাসুদ কামাল।

এসময় সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,আমিরাবাদ ইউপির সচিব অপু চৌধুরী,আধুনগর ইউপির সচিব মিন্টু তালুকদার।

এছাড়াও ইউপির সকল সদস্যবৃন্দরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন