শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:২৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
ফুটবল খেলাকে একধাপ এগিয়ে নিতে লোহাগাড়ায় ফুটবল ভক্ত, প্রেমীদের জন্য আত্নপ্রকাশ করেছে লোহাগাড়া ফুটবল একাডেমী।
২৪ জুন (শনিবার) সকালে লোহাগাড়া ফুটবল একাডেমীর উন্মোচন উপলক্ষে উপজেলা পাবলিক হলে লোহাগাড়া ফুটবল একাডেমীর আয়োজনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সা্ধারণ সম্পাদক সরওয়ার কোম্পানী, এম. এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আবদুল আজিজ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার মহিলা সম্পাদিকা নারীনেত্রী স্বপ্না দেবী।
আইআইইউসির ক্রীড়া শিক্ষক মোঃ সেলিম ও ধারাভাষ্যকার কায়ছার হামিদের যৌথ,সঞ্চালনায় অনুষ্ঠানে রেফারী মাস্টার নাছির উদ্দিন,মোঃ আইয়ুব,মোঃ আলমগীর, মোঃ মনচুর আলী, ফুটবলার মোঃ দিদার, চিশতি, মোজাফ্ফর, জিয়াউর রহমান, কুতুব উদ্দিনসহ ফুটবল একাডেমীর অন্যান্যারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লোহাগাড়া ফুটবল একাডেমির পক্ষ থেকে মোঃ শহীদুল ইসলাম ও ইসলাম তৌহিদ কে সম্মাননা স্বারক,ক্রেস্ট প্রদান করেন ,উপস্থিত তরুণদেরকে গাছের চারা বিতরণ করেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
অনুষ্ঠান শেষে লোহাগাড়া স্পোটিং ক্লাবের সভাপতি হিসেবে মোঃ জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক হিসেবে মোজাফ্ফর আহমদের নাম ঘোষণা করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।