রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ১:২৬ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও স্যার বিতরণ করা হয়েছে।

৩ জুলাই (রোববার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মুুহাম্মদ আবদুর রাজ্জাক , লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম।

অনুষ্ঠানে ইউএনও শরীফ উল্যাহ বলেন, কৃষি প্রণোদনার সার ও বীজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে গেছেন আর তার সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার আদর্শে পথ চলছেন। বর্তমান সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরো পড়ুন