বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা

প্রকাশিত : ৫:৫৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাণীসম্পদ প্রদর্শন-২০২৩ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রয়ারি) সকালে লোহাগাড়া প্রাণীসম্পদ কার্যলয়ের সামনে প্রাণী প্রদর্শন মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

প্রাণীসম্পদ প্রদর্শন- ২০২৩ উপলক্ষে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা য়ইংনুফ্রু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা কুষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেকুজ্জামান, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খামারীদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আবদুল আহাদ ও ব্যবসায়ী তৈয়ব তহের প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ডেইরী খামারী মো. কামাল উদ্দিন প্রমূখ।

আরো পড়ুন