রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ ট্যাব পেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫`শ শিক্ষার্থী

প্রকাশিত : ১২:৩৪ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো`র জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ চট্টগ্রামের লোহাগাড়ায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেনীর ৫০০জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ট্যাব বিতরণ করা হয়েছে।

২৭ এপ্রিল সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এয়াকুব, মাইজবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জুয়েল চন্দ্র দেব।

সভায় সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, শিক্ষার্থীদের কে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং অর্জিত জ্ঞানকে দেশের কল্যাণ নিয়োগ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেছেন, শিক্ষার্থীদেরকে শ্রেণীতে প্রথম হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। আলোকিত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পার হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ট্যাব পেয়ে অনেক খুশী শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক-অভিভাবিকাবৃন্দরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন