বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠনঃ সভাপতি প্রসেনজিৎ পাল, সম্পাদক নরেন দাশ

প্রকাশিত : ৫:২১ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার নুতন কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রসেনজিৎ পাল কে সভাপতি ও ভোটের মাধ্যমে মাস্টার নরেন দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার ( ২৫ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলা পাবলিক হলে কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন পূজা উদযাপন পরিষদের নেতারা।

উক্ত সম্মেলন উদ্ধোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি শ্রীযুত শ্যামল কুমার পালিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।

বিদায়ী লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শিবু রঞ্জন পাল সভাপতিত্বে লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথের সঞ্চালনায় সন্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নিবাস দাশ সাগর ,সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র নাথ,সংগঠনের উপদেষ্টা সুজিত পাল, সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী রতন কান্তি দাশ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু, শ্যামল দাশ, ডাঃ রিটন দাশ প্রমুখ।

এছাড়াও সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন