বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় পানের ব্যাগে মিলল দেশীয় অস্ত্র ও গুলি, মহেশখালীর এক যুবক আটক

প্রকাশিত : ৮:৪০ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকায় আবদুর রহমান (৪২) নামে এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তার হাতে থাকা পানের ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৭রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

২৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান,এসআই মাহফুজুর রহমান ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে অস্ত্র,গুলিসহ আটক করে।

আটক আবদুর রহমান কক্সবাজার মহেশখালী মাঝের ডেইল এলাকার মৃত রিয়াজ উদ্দিনের পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান জানান,মহেশখালীর আবদুর রহমান নামে এক যুবক অস্ত্র ও গুলি পানের ব্যাগে লুকিয়ে কক্সবাজার হতে ভেঙ্গে ভেঙ্গে যানবাহন ও গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা দেয়। চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় পানভর্তি ব্যাগ নিয়ে পদব্রেজে চুনতি ডেপুটি বাজারের দিকে যাওয়ার সময় পুলিশির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।আমাদের থানা পুলিশের টিম ধাওয়া করে রক্ষিত ব্যাগটি তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি এবং ৭রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন