বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:৩৩ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নেশাগ্রস্ত ২ যুবককে ২শত টাকা করে অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার ওমর ফারুক (৩০) ও পুটিবিলা এলাকার মো. দেলোয়ার (২২)।
গত ১জুন বুধবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
এ সময় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, গত বুধবার বিকেলে দ-প্রাপ্তরা মদপান করে উপজেলার পুটিবিলা এলাকায় বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানো ও জনসাধারণের মাঝে শান্তি বিনষ্টের অভিযোগে ২ যুবককে ২শত টাকা করে অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।