বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় নেতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত : ১:১৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় নেতাকর্মীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলা পাবলিক হলে মুক্তিযোদ্ধা ,  আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ ও জনপ্রতিধিদের জন্য চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট, সাংসদের একান্ত সচিব,তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী,
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুুহাম্মদ মিজানুর রহমান মিজান, দক্ষিণ জেলা ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মুহাম্মদ তারেক চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুুহাম্মদ বোরহান ছোবাহান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুুহাম্মদ তানভির আহমেদ ফাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দরা ।

আরো পড়ুন