রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:০২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শরীফ উল্যাহ।
বৃহস্পতিবার (১২ মে ) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন।
এর আগে লোহাগাড়ার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন মুুহাম্মদ আহসান হাবীব জিতু। তিনি অর্থ মন্ত্রনালয় সম্পর্কীত স্হানীয় কমিটির সভাপতির পিএস হিসেবে যোগদান করবেন।
নবাগত ইউএনও শরীফ উল্যাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন এবং ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন।
শরীফ উল্যাহ এর আগে হাটহাজারী উপজেলার এসিল্যান্ড, সুবর্ণাচর উপজেলা ,নোয়াখালী , কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়, শেরপুর জেলা কার্যালয় এবং সর্বশেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (উন্নয়ন) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সততা,কর্মদক্ষতা ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এতে তিনি অনেক সুনাম কুড়িয়েছেন।ব্যক্তি জীবনে তিনি ২ ছেলে সন্তানের জনক। তার বাড়ী কুমিল্লা জেলার মনোহরগঞ্জে উপজেলায়।
নবাগত ইউএনও শরীফ উল্যাহ জানান,সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। লোহাগাড়া উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবো। লোহাগাড়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।