সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

লোহাগাড়ায় দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যে দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ১০:৫২ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল ও কেক কাটার উদযাপন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১১ নভেম্বর) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া মডেল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন ও যুগ্ম আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুকসহ উপজেলা/ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

আরো পড়ুন