বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৩৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার, দেশবাংলাঃ
লোহাগাড়ায় দুটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে(ওটি) পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরে লোহাগাড়া জেনারেল হাসপাতাল এবং লোহাগাড়া মেটারনিটি হাসপাতালে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।তিনি জানান,পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় লোহাগাড়া জেনারেল হাসপাতালকে এক সপ্তাহ এবং লোহাগাড়া মেটারনিটি জেনারেল হাসপাতালকে তিন দিন সকল অপারেশন থিয়েটার(ওটি)`র কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। লোহাগাড়া মা`মনি হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সতর্কতা প্রদান করা হয়েছে। নির্দিষ্ট দিন হলে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা করে ওটি খোলার উপযোগী হলে খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।অভিযানকালে হাসপাতালের সহকারি সার্জন ডাঃ জিয়া উদ্দিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।