শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:৫৮ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বিদ্যালয়ের সুযাগ-সুবিধা বৃদ্ধি করে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করতে লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলী শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জোড়া করে মোট ৪০ জোড়া নতুন বেঞ্চের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
৯ অক্টোবর সোমবার বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেঞ্চগুলো হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ এস এম মনির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেঞ্চগুলো পেয়ে অত্যন্ত খুশি। পুরাতন বেঞ্চের পরিবর্তে নতুন বেঞ্চে পড়াশুনা করবে এই আনন্দে তারা আত্মহারা। তারা ইউএনওকে এজন্য ধন্যবাদ জানান।