বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় দলিল লিখকের সহকারিকে মারধর,থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত : ৭:৩২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সাব রেজিস্ট্রিঃ অফিসের দলিল লিখকের সহকারী ও কম্পিউটার অপারেটরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আবদুল মোমেন রোজেল বাদী হয়ে আবু তাহেরসহ তিনজন কে বিবাদী করে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফালগুনী আকতার সুমি ও হাসনাহেনা কেয়ার পক্ষে প্রতিনিধি হিসেবে হাত নকশার অংকনের কথা বলিলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া মারধর করার জন্য উৎপেতে থাকে। গতকাল দুপুরে তাহের সহ তিনজন মিলে তাহার অফিসে ডেকে নিয়ে রোজেলকে মারধর করে। বিবাদীগন তাকে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি প্রদান করে।

এ ব্যাপারে আবদুল মোমেন রোজেল জানান, আমাকে গতকাল দুপুরে বিবাদীগণের অফিসে ডেকে নিয়ে অতর্কিতভাবে তাহেরসহ তিনজন মিলে মারধর করে। আমি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এ ঘটনায় সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানাচ্ছি।

অভিযুক্ত আবু তাহের জানান, আমাদের মধ্যে ছোট-খাটো ভূল বোঝাবুঝি হয়েছে। কোন মারধরের ঘটনা হয়নি। প্রয়োজনে তার কাছ থেকে এ ছোট-খাটো ঘটনার জন্য ক্ষমা চাইবে বলেও তিনি,জানান। তবে, রুজেলের সাথে বড় ধরণের কোন ঘটনা ঘটেনি।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন