বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:২২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ৪ ডিসেম্বর বুধবার সকালে যোগদান করেছেন ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম।
তিনি ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। যোগদানের পর চট্টগ্রাম ডবলমুরিং থানা, পতেঙ্গা থানা ইপিইজেড থানা,বায়োজিত থানা এবং সিটিএসবিতে সুনামের সাথে চাকুরি করে আসছেন।
সম্প্রতি তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।
নবাগত পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম চট্টগ্রাম সরকারী সিটি কলেজ হতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
লোহাগাড়া থানার নবাগত পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমি মূলত জনবান্ধব পুলিশ হিসেবে পুলিশি সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় দাড় করানোই আমার প্রধান কাজ। সেবার ক্ষেত্রে আমি কোন ধরনের ভেদাভেদে বিশ্বাসী নই।
তিনি সকলের সহযোগিতা মঙ্গল কামনা করেছেন।
তার বাড়ী কক্সবাজার জেলায়।
তিনি ১সন্তানের জনক।