বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:১৬ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় তৃতীয় লিঙ্গদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে লোহাগাড়ায় বসবাসরত তৃতীয় লিঙ্গদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
এ সময় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,হিজড়াদের তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে স্বীকৃতপ্রাপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে তাদের জন্য নানান প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তৃতীয় লিঙ্গদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদেরকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
হিজরা সম্প্রদায়ের নেত্রী জরিনা হিজড়া বলেন, আমাদের কথা কেউ ভাবেন না। আমাদেরকে ইউএনও স্যার খাদ্য সহায়তা ব্যবস্থা করে দিয়েছেন। সকল তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খাদ্য সামগ্রী পেয়ে অনেক বেশি খুশি হয়েছি।