বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় ডিজিটাল সেন্টারে প্রশিক্ষণ শেষে সনদ পেল প্রশিক্ষণার্থীরা

প্রকাশিত : ৭:২০ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

সার্টিফিকেট ইন কম্পিউটার এ্যাপ্লিকেশন/বেসিক কোর্স শেষে উপজেলা ডিজিটাল সেন্টার কর্তৃক ২০২২ সেশনের আজ ২৪ জুন উপজেলা পরিষদ সভা কক্ষে অক্টোবর টু ডিসেম্বর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

২৪ জুন( শনিবার) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, ইউপিডিসির ট্রেইনার আইসিটি স্পেশালিস্ট কাইছার উদ্দীন আরিফ।

 

সনদপত্র বিতরণকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শরীফ উল্যাহ বলেছেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত বেকারদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেন্টার স্থাপন করেছে বর্তমান সরকার। দেশের প্রতিটি উপজেলায় ডিজিটাল সেন্টারে প্রশিক্ষণ নিয়ে শিক্ষিত বেকার যুবকেরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী নিয়ে স্বাবলম্বী হচ্ছে।

সনদপত্র লাভের পর প্রশিক্ষণার্থীরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ডিজিটাল সেবায় ও কর্মমুখী কম্পিউটার প্রশিক্ষণে লোহাগাড়া উপজেলা ডিজিটাল সেন্টার অনেক এগিয়ে রয়েছে।

আরো পড়ুন