রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৫২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার নালারকুল এলাকায় ডিসি সড়কে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী ফারিহা আক্তার নামে এক শিশু ও তৌহিদ নামে এক মটর সাইকেল আরোহীসহ ২ জন নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত (ফারিহা আক্তার) শিশু কন্যাটির বাড়ী উপজেলার চুনতি পানত্রিশা এলাকায় ও তৌহিদের (মোটরসাইকেল আরোহী) বাড়ি উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকায় বলে জানা গেছে। বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে এঘটনা ঘটে। এ ঘটনায় মটর সাইকেল চালক জিসান, সিএনজি অটোরিকশার চালক নাছির ও ৩ যাত্রীসহ মোট ৫ জন আহত হয়। তাদেরকে ঘটনাস্থল হতে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। জানা গেছে নালারকূল এলাকায় ইটবাহী ডাম্পট্রাকটি দ্রুত গতিতে ছুটে গিয়ে বিপরীত মুখী মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে চাপা দিলে নিহতরা ঘটনাস্থলে প্রাণ হারায়।
এ ঘটনার তাৎক্ষণিক ঘাতক ডাম্প ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে।
খবর পেয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশাকে থানা হেফাজতে নেয়।