বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় ঠিকাদার সাগর বাবু কর্তৃক আইয়ুব মেম্বারকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রকাশিত : ১:৩৫ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার নেয়াজর টেক হইতে টংকাবাতি ফরেস্ট অফিস কানুরাম বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ৪ কোটি ৩৩লক্ষ টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় ঠিকাদার নিবাস দাশ সাগর বাবু কর্তৃক ইউপি সদস্য আলহাজ্ব মুহাম্মদ আইয়ুবকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।

২৮ নভেম্বর ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলার পৃর্ব কলাউজানের গাবতলী এলাকায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেছেন।

পরে লাঞ্ছিত প্রতিবাদে সংবাদিক সম্মেলন করেন স্থানীয় ইউপি সদস্য অালহাজ্ব মো: আইয়ুব।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ আইয়ুব বলেন, কলাউজান নেওয়াজর টেক থেকে ফরেষ্ট অফিস কানুরাজ বাজার পর্যন্ত কানুরাম বাজার পিডার রোড তথা বোড অফিস হতে গাবতলি পর্যন্ত কাজ পান মেসার্স কাসেম কন্সট্রাকশন। এ প্রতিষ্টানের পক্ষে উপ ঠিকাদারের কাজ পান দুর্নীতিবাজ ঠিকাদার নিবাস দাশ সাগর।
দুর্নীতিবাজ ঠিকাদার ব্যক্তি ব্যাপক কারচুপি অনিয়ম দুর্নীতি কাজ করে আসছে। কাজে্ ম্যানুয়াল অনুয়ায়ী রাস্তার কাজে ১নং বালু/ইট/কংকর/বিটুমিন এবং সিলেটি পাথর ব্যবহারের নির্দেশ থাকলে ওই দুর্নীতিবাজ ঠিকাদার সাগর বাবু সম্পুন্ন ২নং/৩নং বালি মাটি দিয়ে রাস্তার কাজ কারচুপি করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্ন দেখছে। ঠিকাদার সাগর বাবুর দুর্নীতি কারচুপি করলে সন্ত্রাসী দিয়ে আমাকে জানে মেরে ফেলার হুমকি এবং চাঁদাবাজী মামলা করার হুমকি প্রদান করে।

 

 


সংবাদে সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গত ২৭ নভেম্বর বুধবার বিকেলে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রকৌশলী রাস্তার কাজের মান তদন্তে আসলে দুর্নীতিবাজ ঠিকাদার ১নং কিছু বিটামিন তাদের সামনে উপস্হাপন করলে বেশিরভাগ ২নং বিটুমিন স্হানীয় জনৈকলোকের কাছে লুকিয়ে রাখে। এলাকার একজন প্রতিনিধি হয়েও আমি প্রতিবাদ করলে সাগর বাবু এবং তার ভাতিজা সন্ত্রাসী গৌতমসহ আরো কয়েকজন মিলে আমার উপর হামলা চালায়।
তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্হানীয় সাংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং যোগাযোগ মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ পুর্বক বিষয়টি যথাযথ তদন্ত পুর্বক দুর্নীতিবাজ ঠিকাদার নিবাস দাশ সাগরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং প্রায় ৫কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়নের অনিয়ম দুর্নীতি বন্ধে অগ্রণী ভূমিকা রাখারও জোর দাবী জানান।

কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াহেদ`র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন কলাউজান ইউপি সদস্য সালাহ উদ্দিন সিকদার,মোহাম্মদ জামাল উদ্দিন সিকদার,মুহাম্মদ জামাল হোসেন, ফরমান উল্লাহ, মমতাজ উদ্দিন,রফিক উদ্দিন,মুহাম্মদ আবদুর রহিম, প্রবীণ শিক্ষাবিদ মৌলানা আবদুস সাত্তার, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, আলহাজ্ব মাওলানা এমরান হোসেন, আওয়ামীলীগ নেতা পল্লী চিকিৎসক আশুতোষ দেব নাথ।

এছাড়াও স্হানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্হিত ছিলেন।

অন্যদিকে,অভিযুক্ত ঠিকাদার নিবাস দাশ সাগরের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তিনি ও বিষয়ে এড়িয়ে যান।

আরো পড়ুন