রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

লোহাগাড়ায় টিলা কাটার দায়ে এসিল্যান্ডের অভিযান, ড্রাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ

প্রকাশিত : ৯:৩১ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্ব পাশে জয়নগর এলাকার টিলা কাটার দায়ে অভিযান চালিয়েছে,ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ করা হয়।

১৭ জুলাই (বুধবার) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মোঃ ওসমান গনিসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্ব পাশে জয়নগর এলাকার টিলা কেটে মাটি বিক্রি করছিল দেলোয়ার নামে এক ব্যক্তি। বুধবার দুপুর ২টার দিকে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে একটি স্কেভেটর এবং একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। টিলা কাটার ঘটনায় জড়িত মো দেলোয়ার নামে একজনকে নিয়মিত মামলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সুপারিশ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো পড়ুন