বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় টংকাবতী রাবার ড্যাম নদী থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার

প্রকাশিত : ৪:৪৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান ৩নং ওয়ার্ডস্থ টংকাবতী রবার ড়্যাম নদী থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

৯ ডিসেম্বর সকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উক্ত নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সৈয়দ নুর সিকদার (৪০)। সে কক্সবাজার মহেশখালী এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম বশির জানান, টংকাবতী নদীদে ডুবা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেলে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তার খালে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দিই। তার পরিচয় পাওয়া গেছে। সে ধান কাটার জন্য কলাউজানের দিকে আসছিল। তার লাশ লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় বলেও তিনি জানান।

আরো পড়ুন