শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় টংকাবতী বিট ও হাঙ্গর বিট পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত : ৯:৫০ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া বনরেঞ্জ কর্তৃক টংকাবতী ও হাঙ্গর বিট অফিসসহ বিভিন্ন এলাকায় বনাঞ্চলে চলমান কার্যক্রম গুলো পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।১২ জানুয়ারি বিকেলে উক্ত দুটি বিট অফিস পরিদর্শন শেষে তিনি টংকাবতী বিট আওয়াতাধীন ২৭০০ একর এলাকায় অবস্হিত নয়নাভিরাম প্রাকৃতিক টংকাবতী সংরক্ষিত বনাঞ্চল,পহরচান্দা সি,ডি,এফ আওতায় স্হাপিত গভীর নলকূপ ,হাঙর বন বিট এলাকায় ধলিবিলা বন সংরক্ষণ গ্রামের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন।পরিদর্শন কালে দক্ষিণ বনবিভাগের পদুয়া সহকারি বন সংরক্ষক দেলোয়ার হোসেন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ,টংকাবতী বিট কর্মকর্তা মোঃ নাইমুল ইসলাম, হাঙ্গরবিট কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যান্য স্টাফবৃন্দরা উপস্থিত ছিলেন।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন স্যার টংকাবতী ও হাঙ্গর বিট পরিদর্শন করেন এবং টংকাবতী বিট আওয়াতাধীন ২৭০০ একর এলাকায় অবস্হিত নয়নাভিরাম প্রাকৃতিক টংকাবতী সংরক্ষিত বনাঞ্চল,পহরচান্দা সি,ডি,এফ আওতায় স্হাপিত গভীর নলকূপ ,হাঙর বন বিট এলাকায় ধলিবিলা বন সংরক্ষণ গ্রামের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন।

আরো পড়ুন