শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত : ৮:৩৩ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বুধবার(২ মার্চ) সকাল সাড়ে ১০টায় লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে লোহাগাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ আবু বক্করসহ সকল জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্হিত ছিলেন।

 

আরো পড়ুন