বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্নঃ সভাপতি ছালেম, সাধারণ সম্পাদক সেলিম সওদাগর

প্রকাশিত : ৯:০২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জাতীয় পার্টি জনতা, গড়ে তোল একতা এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

১০ জুন বিকেলে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ একটি হোটেলে এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুচ্ছাফা সরকার।

প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুচ ছত্তার রনি।

জাতীয় পার্টি লোহাগাড়া উপজেলার আহবায়ক,জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ ছালেমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন এবং জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক মোঃ সিফাত হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, যুগ্ন আহবায়ক আবদুর রব চৌধুরী টিপু।

সম্মেলনে বক্তব্যে রাখেন জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন ফারুকী, লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ন.শ.ম এস্তাফা আলী চৌধুরী ,যুগ্ন আহবায়ক বাদশা মোঃ খালেদ, যুগ্ন আহবায়ক মোঃ ফোরকান, যুগ্ন আহবায়ক আহমদ কবির,জাতীয় পার্টির নেতা মোঃ আনোয়ার হোসাইন চৌধুরী,চন্দনাইশ উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোঃ বাদশা।

সম্মেলন শেষে সবার সম্মতিক্রমে লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোহাম্মদ ছালেম, সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম সওদাগরকে নির্বাচিত করা হয়।

সম্মেলনে দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ,লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন