রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত : ১:৫৮ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২২ পালন করা হয়েছে।

১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা স্বাস্হ্য বিভাগ, পদুয়া বনবিভাগ, আনসার বাহিনী,পল্লী বিদ্যুৎ বিভাগ, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে বেলুন ও পায়রা উড়ানো, কেক কাটা ও অালোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসাইন রোমান খাঁন, উপজেলা সমবায় কর্মকর্তা নুর হোসেন,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুুহাম্মদ সরওয়ার জাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক,সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মোসলিম উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ,
পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ প্রকাশ আর্মি হারুন, ডলুবিট কর্মকর্তা মুহাম্মদ রাহুল মুনতাসির প্রমুখ।

সভায় বক্তারা জানান, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে গেছেন। জাতির পিতার অসমাপ্ত কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার সকল কর্মরত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ , শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়।

আরো পড়ুন