শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরকে টিকাদান কার্যক্রমের অবহিত করণ সভা

প্রকাশিত : ৫:৩৩ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম-২৪ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।

সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

এমডিভি`র অফিসার মোঃ জিন নুরাইনের সঞ্চালনায় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আতিকুর রহমান,লোহাগাড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই মাসুদ আলম, উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যনবিদ মোঃ আবুল কালাম আজাদ,আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, বড়হাতিয়া ইউপি মেম্বার মাস্টার মোঃ ইউসুফসহ জনপ্রতিনিধি,সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল থেকে টানা ৫দিন ব্যাপী লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে কুকুরকে টিকা দেওয়া হবে। কুকুরকে ভ্যাকসিন দিতে প্রতি টিমে ৫জন কে কর্মী থাকবে।

আরো পড়ুন