বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় জমকালোভাবে নবান্ন উৎসব পালিত

প্রকাশিত : ৯:৪৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাকজমকভাবে নবান্ন উৎসব পালিত হয়েছে।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পুটিবিলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ন্যাচারাল পার্ক চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নবান্ন উৎসবের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

 

 

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লেহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক,উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান অালহাজ্ব মুহাম্মদ ইউনুছ,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,লোহাগাড়া টংকাবর্তী খেলাঘর আসরের আহবায়ক সাংবাদিক পুষ্পেন চৌধুরী,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন,সমাজসেবক ও রাজনীতিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, পুটিবিলা ইউপি সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, আবদুল রশিদ,খানে আলম, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিধিরা, সাংবাদিকসহ সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে নবান্ন অনুষ্ঠানের নানারকম পিঠার স্টলের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ওই নবান্ন উৎসবে নানা রঙের পোষাকে বাঙালি সাজে সাজেন সবাই।একইদিন চলে নবান্নের সঙ্গীতানুষ্ঠান। ব্যাপকভাবে নবান্ন উৎসব পালন করায় উপজেলা প্রশাসনকে উপস্হিত সকল অতিথিবৃন্দরা ধন্যবাদ জানান।

আরো পড়ুন