বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে  পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম

প্রকাশিত : ২:০২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদারঃ

ভারসাম্যপূর্ন জনসংখ্যা গঠন করতে পরিবার পরিকল্পনা কর্মসূচী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে।  জনসংখ্যা বৃদ্ধির কারণে সমাজ জীবনে এবং দেশে যে সর্বনাশা প্রভাব পরিলক্ষিত হয় তা থেকে উত্তরনের কোন বিকল্প নেই। দম্পতিগণ সীমিত সংখ্যক সন্তানের জন্ম দিয়ে পরিকল্পিত পরিবার গঠন করতে পারবেন, পরিবারে দারিদ্রতা হ্রাস পাবে ও চাহিদামত পুষ্ঠি পূরণ হবে, শিশুগণ উচ্চ শিক্ষার সুযোগ পাবেন, স্বামী-স্ত্রীর শারিরীক ও মানসিক চাপ কমে যাবে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও সুখ শান্তি বৃদ্ধি পাবে সর্বোপরি মা ও শিশু মৃত্যু ঝুকি কমে যাবে ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়মিত ক্যাম্প পরিচালনা করছেন মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী লামিয়া শারমীন।

স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্রে
জানা গেছে, বর্তমানে বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণের নানা রকমের পদ্ধতি রয়েছে। এর মধ্যে খাবার বড়ি (পিল), কনডম, ইনজেকশন, ইমপ্ল্যান্ট, আইইউডি, ভ্যাসেকটমি (এনএসভি), টিউবেকটমি (লাইগেশন) পদ্ধতি। একেক পদ্ধতি একেক ধরনের কার্যকারিতা রয়েছে। দম্পতিগণ শারিরীক অবস্থা বিবেচনা করে এবং পদ্ধতির ধরন বুঝে তাদের পছন্দসই পদ্ধতি গ্রহন করে থাকেন। প্রতি মাসের দু`বার নতুবা তিনবার এ কার্যক্রম করে থাকে। এতে মহিলারা পাচ্ছেন যথাযথ সেবা।  স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে প্রজেস্টোরেন হরমোন সমৃদ্ধ অস্থায়ী দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্লান্ট ক্যাম্প( বন্ধা করণ ক্যাম্প) কার্যক্রম চলমান রয়েছে।

আধুনগর থেকে সেবা নিতে আসা কুলসুমা আকতার জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও সুখ শান্তি বৃদ্ধির জন্য আমাদের  দু`সন্তানই যতেষ্ট। স্বাস্থ্য কেন্দ্রে যত্নসহকারে এ বন্ধাকরণ ক্যাম্পে অস্থায়ী পদ্ধতি ইমপ্ল্যান্ট (৩ বছর থেকে ৫ বছর মেয়াদী গ্রহণ করেছি।

সেবা গ্রহীতা অঞ্জলী বড়ুয়া জানান, এ সেবা অনেক ভাল। আমাদের জন্য এ সেবা অনেক প্রয়োজনীয়। তাই অস্থায়ী পদ্ধতি ইমপ্ল্যান্ট (৩ বছর থেকে ৫ বছর মেয়াদী গ্রহণ করেছি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ লামিয়া শারমিন জানান, বর্তমানে এ  অবস্থা খুবই সন্তোষজনক।দীর্ঘমেয়াদী পদ্ধতি ইমপ্ল্যান্ট ও আইইউডি গ্রহীতা ৩০%। দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি ইমপ্ল্যান্ট (৩ বছর থেকে ৫ বছর মেয়াদী) এবং আইইউডি/কপারটি (১০ বছর মেয়াদী) পদ্ধতিকে জনপ্রিয় করার লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে এবং ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে মাসে তিন থেকে চারবার এ  ক্যাম্প করা হয় । ইমপ্ল্যান্ট শুধু মাত্র প্রজেস্টেরন হরমোন সমৃদ্ধ দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি যা নারীদের বাহুতে চামড়ার নীচে স্থাপন করা হয় । অন্যদিকে কপারটি মহিলাদের জরায়ুতে স্থাপন করা হয়। আমরাই এ সেবা গ্রহীতাদের মাঝে  সেবাটা  দিয়ে থাকেন ।

তিনি আরও জানান, আগের চেয়ে বর্তমানে পরিবার পরিকল্পনার অংশ হিসেবে দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেশ জনপ্রিয় হচ্ছে। আগামীতে এ পদ্ধতি আরো অনেক দম্পতিগণ গ্রহণ করবে।  জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পদ্ধতি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। দেশের স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাঠপর্যায়ের কর্মীরা সচেতনতাবৃদ্ধির পাশাপাশি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ অন্যন্য ক্লিনিকগুলো পরিবার পরিকল্পনা বিষয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে।

আরো পড়ুন