বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় চার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, ‘উইনার্স ব্যাগ’ পেল ৬ শিক্ষার্থী

প্রকাশিত : ৬:৫৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। শিক্ষার প্রদীপ্ত মশাল হাতে লোহাগাড়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ক্লান্তিহীন ছুটে চলেছেন প্রশাসনের এই কর্মকর্তা। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পদচারণা শিক্ষার মানোন্নয়নে তাঁর অদম্য ইচ্ছা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে লোহাগাড়ার শিক্ষাজগতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আবেগের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে।

লোহাগাড়ার প্রতিটি পাড়া-মহল্লা এখন ইউএনও শরীফ উল্যাহ’র ব্যতিক্রমী ও অসাধারণ শিক্ষা কার্যক্রমসমূহের আলোচনায় মুখরিত ও সরব। নিজ দপ্তরের প্রশাসনিক দায়িত্ব সুচারুভাবে পালনের পাশাপাশি শিক্ষার প্রতি একনিষ্ঠভাবে নিবেদিত অত্যন্ত উদ্যমী এই কর্মকর্তা নিয়মিত ও আকস্মিকভাবে লোহাগাড়ার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ একের পর এক পরিদর্শন করছেন ও কিছু ব্যতিক্রমী উৎসাহ সৃষ্টিকারী ক্লাসও নিচ্ছেন। লোহাগাড়ায় মাত্র দশ মাসের কর্মকালে তিনি শিক্ষা ক্ষেত্রে যে বিপুল আলোড়ন সৃষ্টি করেছেন তা সর্বমহলে এখন ব্যাপক প্রশংসিত। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফলে লোহাগাড়ায় শিক্ষার মানোন্নয়নে এক নতুন বিপ্লব সাধিত হয়েছে বলে লোহাগাড়ার সর্বস্তরের জনগণ মনে করেন।

২১ মার্চ লোহাগাড়া উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ইউএনও শরীফ উল্যাহ। এদিন লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অবস্থিত সড়াইয়া, মান্দুলার চর, ফারাঙ্গা ও লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পড়াশুনার মান যাচাই করেন। প্রাথমিক পর্যায়ে চলমান ‘এভরিডে থ্রি ওয়ার্ডস” কার্যক্রমের অগ্রগতি যাচাই করেন। এসময় ক্লাসে ছোট ছোট কিছু প্রতিযোগিতা আয়োজন করে বিজয়ী ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ‘উইনার্স ব্যাগ’ প্রদান করেন। উইনার্স ব্যাগে বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।

পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন, লোহাগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী, মনদুলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন, ফারাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকাল কান্তি বড়ুয়া, সড়াইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহেছান উল্যাহ উপস্থিত ছিলেন।

ইউএনও শরীফ উল্যাহ বলেন, আমার সকল শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্যই হচ্ছে— শিক্ষার্থীদের মধ্যে পড়াশুনার আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়ন করা। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা ও ঐকান্তিক প্রচেষ্টা থাকলে অচিরেই এর সুফল মিলবে বলে আমি বিশ্বাস করি।

আরো পড়ুন