বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৫৩ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সুলতান মৌলভী পাড়ায় চাচাকে মারধরের ঘটনায় ভাতিজা মুহাম্মদ আবদুল কাহহার বাপ্পী(২৬) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গত ২৮ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতে তিনি জামিনের জন্য গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সে উপজেলার চুনতি মৌলভী পাড়ার মুুহাম্মদ আবুল হাসেমের পুত্র।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট ইয়াছিন আরফাত সাজ্জাত বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন পুর্বে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে জহির উদ্দিন মুহাম্মদ ইলিয়াছ(৬২) কে মারধরের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে তিনি বাদী হয়ে ৪জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৫। ওই মামলার প্রধান আসামী মুহাম্মদ আবদুল কাহহার বাপ্পী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আদালতে জামিন নিতে আসলে মাননীয় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার বাদী জহির উদ্দিন মুহাম্মদ ইলিয়াছের পুত্র মাহবুবুল হাসান মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, আমার বাবাকে প্রতিপক্ষ আবদুল কাহহার বাপ্পীসহ তার পরিবারের সদস্যরা মিলে মারধর করে। পরবর্তীতে আমরা এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা দায়ের করি।এ মামলার প্রধান আসামী বাপ্পী জামিন নিতে গেলে মাননীয় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে এবং আমাদের পরিবারের সদস্যদের কে এখনো হুমকি-ধমকি প্রদান করছে বলেও তিনি জানান।