বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৩/১১ কেভি উপকেন্দের রক্ষনাবেক্ষণের কাজ

প্রকাশিত : ৮:২৬ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করছে লোহাগাড়া বিদ্যুৎ বিভাগ।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৩/১১ কেভি লোহাগাড়া-১ উপকেন্দ্রে ক্ষমতা-২০ এমভিএ রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে লোহাগাড়া জোনাল অফিস। এ উপকেন্দ্রে কিছু পুরোনা জিনিস সরিয়ে নিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ২৯ জানুয়ারি সকাল থেকে এ কাজ শুরু করে। এ উপকেন্দ্রকে নতুন আঙ্গিকে রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করতে এসব উদ্যোগ গ্রহণ করেছে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ বিভাগ।রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন সময়ে উপকেন্দ্র পরিদর্শন করতে আসেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুৎৎ সমিতির তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তাফা কামাল।এ সময় সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান, লোহাগাড়ার পিআইও মাহবুব আলম শাওন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের এজিএম আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইকবাল বাহার চৌধুরী।এ রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছে বলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান জানিয়েছেন।

আরো পড়ুন