বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৪১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় আনসার ও ভিডিপি এর অধীনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সদর ইউনিয়নের নজুমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ দিনই প্রশিক্ষণে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে উৎসাহ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
৩০ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
পরে প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফয়েজুন্নেছাসহ অন্যানারা উপস্থিত ছিলেন।