বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

প্রকাশিত : ৬:৩৪ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

৮ নভেম্বর সকালে সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পাবলিক হলে উপজেলার ৯ ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের মাঝে এসব পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।

গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতৱণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেহ উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল।

বিতরণ অনুষ্ঠানে গ্রাম পুলিশগন সার্বক্ষণিক তৎপর থেকে প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে বলে ইউএনও মুহাম্মদ আহসান হাবীব জানিয়েছেন।

আরো পড়ুন