শনিবার, ২৭ জুলাই ২০২৪

লোহাগাড়ায় গুঁড়িয়ে দেওয়া হলো আরও একটি ইটভাটা

প্রকাশিত : ৫:৫১ পূর্বাহ্ন শনিবার, ২৭ জুলাই ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরীর মালিকানাধীন কেএনবি ইটভাটা যৌথ অভিযানে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদর উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।
এসময় তৈরিকৃত সব কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুর রহমান নুর হাসান সজিব, সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন খাঁন, লোহাগাড়া থানার এসআই মামুন মিয়া।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, কেএনবি ইটভাটায় পরিবেশ ধ্বংসের জন্য অবৈধভাবে চিমনি ব্যবহার করে ইটভাটা তৈরি ও ভাটার মালিক পক্ষের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটা। এছাড়া ভাটায় পুঁড়ানোর জন্য তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

আরো পড়ুন